reporterঅনলাইন ডেস্ক
  ১৪ অক্টোবর, ২০২১

অমিতাভকে ‘অবসর’ নেওয়ার পরামর্শ দিলেন সেলিম খান!

ছবি : সংগৃহীত

বলিউড বাদশাহ অমিতাভ বচ্চনের ৭৯তম জন্মদিন ছিল গত সোমবার। জন্মদিন উপলক্ষ্যে সহশিল্পী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি।

তাকে শুভেচ্ছা জানান সালমান খানের বাবা চিত্রনাট্যকার সেলিম খানও। অমিতাভ অভিনীত ‘শোলে’ ও ‘ডন’ চলচ্চিত্রের চিত্রনাট্যকার ছিলেন তিনি।

তবে বলিউডের রাজত্ব ৫ দশকের বেশি সময় ধরে রাখার পর নতুনদের জায়গা দিতে এটাই অবসরে যাওয়ার সঠিক সময় বলে মনে করেন সেলিম খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলিম খান বলেন, অমিতাভ বচ্চনের এখনই অবসর নেওয়ার সময়। এই জীবনে তার যা কিছু করার ছিলো তা তিনি অর্জন করেছেন।  নিজের জন্যও জীবনেরও কিছু বছর রাখা উচিত।

সেলিম খানের সঙ্গে অনেকগুলো কাজের অভিজ্ঞতা রয়েছে অমিতাভ বচ্চনের। তাই কাজের বাইরেও তাদের সম্পর্ক অনেক ভালো। এ বক্তব্য নিয়ে অবশ্য অমিতাভের কোনো মন্তব্য জানা যায়নি।

এদিকে অমিতাভ বচ্চন বর্তমানে কৌন বনেগা ক্রোড়পতি-১ এর হোস্টিংয়ের আয়োজন করছেন। এছাড়াও পরবর্তীতে তাকে ব্রহ্মাস্ত্র, দ্য ইন্টার্ন রিমেক, ঝুন্ড, মে ডে এবং নাগ অশ্বিন ছবিতে দেখা যাওয়ার কথা রয়েছে। সুত্র : বলিউড লাইফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বলিউড,অমিতাভ বচ্চন,সেলিম খান,অবসর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close