reporterঅনলাইন ডেস্ক
  ১১ জুন, ২০২১

টুইটারের কাছে ব্যাখ্যা চাইলেন অভিনেতা

টুইটারে অনুপম খেরের ফলোয়ার সংখ্যা ৮০ হাজার কমেছে। ৩৬ ঘণ্টার ব্যবধানে মাইক্রো ব্লগিং সাইটটিতে কার্যত ধস নেমেছে বলে দাবি বলিউড অভিনেতার।

বৃহস্পতিবার এই অভিযোগ সামনে আনলেন অনুপম খের। কারণ জানতে চেয়ে টুইটও করলেন।

টুইটার ও টুইটার ইন্ডিয়াকে ট্যাগ করে তিনি লেখেন, ‘আমার ৮০ হাজারের বেশি ফলোয়ার কমেছে! আপনাদের অ্যাপে গন্ডগোল নাকি অন্য কিছু হচ্ছে! অভিযোগ করছি না। পর্যবেক্ষণ মাত্র।’

যদিও কেন এত কমল ফলোয়ার সংখ্যা সে সম্পর্কে ধোঁয়াশা রয়েই গেছে। টুইটারও কোনো উত্তর দেয়নি।

এ দিক প্রামাণ্যচিত্র ‘ভুজ : দ্য ডে ইন্ডিয়া শক’-এ ধারাভাষ্যকারের ভূমিকায় থাকছেন অনুপম খের। চলতি সপ্তাহেই ছবিটির ট্রেলার প্রকাশ হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে ১১ জুন।

সম্প্রতি নানান ঘটনায় ভারতীয় সরকারের সঙ্গে টুইটারের জটিলতা চলছে। এমন সময়ে এলো বিজেপি ঘনিষ্ঠ অনুপম খেরের ফলোয়ার কমে যাওয়ার খবর।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অভিনেতা,টুইটার,অনুপম খের
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close