মেহেদী জামান লিজন, জাককানইবি প্রতিনিধি

  ১৬ নভেম্বর, ২০১৮

স্বেচ্ছাসেবীদের মোটরসাইকেল...

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। ভর্তি পরীক্ষায় দায়িত্বরত স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা ভর্তিচ্ছুদের সহযোগিতা করে পাচ্ছেন প্রশংসা।

ঘড়ির কাটায় তখন সকাল ১০ টা ১ মিনিট। পরীক্ষা শুরু হয়ে গেছে। যানজটে আটকে দেরি করে আসা পরীক্ষার্থীদের দ্রুত বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট থেকে স্বেচ্ছাসেবীরা মোটরসাইকেলে করে বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন। পরীক্ষা শুরুর ১০মিনিট পর পর্যন্ত চলে তাদের মোটরসাইকেলে ভর্তিচ্ছুবহন। রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচদিন ধরে চলা ভর্তি পরীক্ষায় তারা ভর্তিচ্ছুদের এভাবেই সাহায্য করেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের পাশে ভর্তি পরীক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবীদের এ কাজটি সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে। এমন কাজের জন্যে অভিভাবক ও শিক্ষার্থী সবাই তাদের প্রশংসায় পঞ্চমুখ।

ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের ৬৬ জন শিক্ষার্থীকে স্বেচ্ছাসেবক হিসেবে রাখা হয়।

মোটরসাইকেলে পৌঁছে দেওয়া ছাড়াও পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসের পরিবেশ সুন্দর রাখতে এবং ভর্তিচ্ছুদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেছেন এ স্বেচ্ছাসেবীরা। ভর্তি পরীক্ষা দিতে আসা অনেক শিক্ষার্থীদের পরিবহন ভাড়া দিতেও দেখা গেছে তাদের। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান জানান, স্বেচ্ছাসেবীদের কার্যক্রমে আমরা সন্তুষ্ট ও আনন্দিত। তারা নিজস্ব মোটরসাইকেলে করে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিয়েছে এবং আন্তরিকভাবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বেচ্ছাসেবী,মোটরসাইকেল,জাককানইবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close