reporterঅনলাইন ডেস্ক
  ২৮ মে, ২০১৭

কুমিল্লায় ২ তরুণ খুন

কুমিল্লায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুই তরুণ খুন হয়েছেন। নগরীর চর্থা ও কান্দিরপাড়ে শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চর্থা তালতলা এলাকার আনিসুর রহমান জালালের ছেলে জিয়াউর রহমান সানি (৩৫) ও সুজানগর এলাকার শহীদ মিয়ার ছেলে শাহজাহাদা (২০)।

স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন আহমেদ জানান, রাতে চর্থা এলাকায় দুই চাচা মিজানু রহমান জামাল ও মফিজুর রহমান কামাল এবং তাদের দুই ছেলে সুমন ও মামুন পিটিয়ে সানিকে হত্যা করে। পরে রাত সোয়া ১১টায় কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে সানির দুই চাচা ও তাদের ছেলেরা পলাতক রয়েছেন।

সানির স্ত্রী ফারহানা হক লিমা বলেন, পারিবারিক সম্পত্তি ভাগাভাগির বিরোধে তার দুই চাচা শ্বশুর ও তাদের দুই ছেলে সানিকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাড়িতে ফিরিয়ে আনার পর অসুস্থ বোধ করায় ফের হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

কুমিল্লা নদর হাসপাতালের চিকিৎসক ছালাউদ্দিন মাহমুদ বলেন, সানির বুকে ও পিঠে আঘাতের চিহ্ন ছিল। দ্বিতীয়বার তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে শনিবার সন্ধ্যায় সাড়ে ৬টায় নগরীর নজরুল এভিনিউ এলাকায় কুমিল্লা ব্রিটানিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহজাদাকে তার সহপাঠিরা কুপিয়ে হত্যা করে বলে পরিদর্শক সালাহ উদ্দিন জানান।

তিনি বলেন, আহত অবস্থায় শাহজাদাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায় স্থানীয়রা। সেখানে শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত ১০টায় দিকে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে ঘটনাস্থল থেকে উদ্ধার একটি ব্যাগের সূত্র ধরে অর্পণ নামে এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অপরাধ,কুপিয়ে হত্যা,কুমিল্লা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist