reporterঅনলাইন ডেস্ক
  ১২ অক্টোবর, ২০২১

ডিবি কার্যালয়ে তিন ঘণ্টা জেরার মুখে মুসা বিন শমসের

অতিরিক্ত সচিব পরিচয়দানকারী আবদুল কাদেরের প্রতারণা কাণ্ডে ধনকুবের মুসা বিন শমসেরকে রাজধানীর ডিবি কার্যালয়ে তিন ঘণ্টাব্যাপি জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকাল ৩টা ২৫ মিনিটের দিকে একটি গাড়িতে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে ডিবি কার্যালয় থেকে বের হন ৬টা ৫৫ মিনিটে। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে ও স্ত্রী।

এর আগে ডিবির যুগ্ম-কমিশনার হারুন অর রশিদ বলেছিলেন, প্রতারক আব্দুল কাদেরের সঙ্গে মুসা বিন শমসেরের ব্যবসায়িক চুক্তিপত্রসহ নানান তথ্য-উপাত্ত পাওয়া গেছে। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র জানায়, প্রতারক আব্দুল কাদের চৌধুরীর কাছ থেকে মুসা বিন শমসের ও তার স্ত্রীর সঙ্গে করা কিছু চুক্তিপত্র উদ্ধার করা হয়। এছাড়া ২০ কোটি টাকা লেনদেনের কিছু তথ্য পাওয়া গেছে। কীসের ভিত্তিতে এসব লেনদেন করা হয়েছে তা জানতেই মূলত মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডিবি কার্যালয়,মুসা বিন শমসের
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close