reporterঅনলাইন ডেস্ক
  ১২ এপ্রিল, ২০২০

রাজধানীতে আড়তের তালা ভেঙে চাল ও তেল চুরি

প্রতীকী ছবি

আড়তের তালা ভেঙে ১৫ বস্তা চাল ও ২০ কার্টন তেল চুরির ঘটনা ঘটেছে রাজধানীর মালিবাগে। শনিবার রাতে চোরচক্র চাল ও তেল নেওয়ার পাশাপাশি আড়ত থেকে কয়েকটি মোবাইল ফোনও নিয়ে যায়।

রোববার আড়তের মালিক মাহাবুব আলম সাংবাদিকদের জানান, মালিবাগের ১৭/ই শান্তিবাগ বাজার রোডে আলম রাইস নামে তার আড়ত রয়েছে। আজ সকালে তিনি আড়তে এসে দেখেন—সামনের দিকে শাটারের তালা ভাঙা। অজ্ঞাত চোরেরা ২৫ কেজি ওজনের অন্তত ১৫টি চালের বস্তা ও ২০টি তেলের কার্টন নিয়ে গেছে।

তিনি আরও জানান, আড়তে মোবাইলের ফ্লেক্সি ও বিকাশের জন্য কয়েকটি মোবাইল ফোন রাখা ছিল। চোর চক্রের সদস্যরা মোবাইলগুলো নিয়ে গেছে।

আড়ত মালিকের ছোট ভাই বদরুল আলম জানান, ঘটনাটি জানাতে তিনি কয়েকবার শাজাহানপুর থানায় যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু থানার কেউ সাড়া দেয়নি।

শাজাহানপুর থানার ওসি শহীদুল হক বলেন, এরকম কোনও অভিযোগ কেউ নিয়ে আসেনি। বিষয়টি খোঁজ নিচ্ছি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মালিবাগ,আড়ত,চাল,চুরি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close