reporterঅনলাইন ডেস্ক
  ১৮ আগস্ট, ২০২১

কবি হেলাল হাফিজ হাসপাতালে

কবি হেলাল হাফিজ। ছবি : সংগৃহীত

কবি হেলাল হাফিজকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার তাকে হাসপাতালে নেয়া হয়।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেলাল হাফিজের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। বুধবার তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

গত ৮ আগস্ট নিজের শারীরিক অবস্থার বিষয়ে হেলাল হাফিজ গণমাধ্যমে বলেছিলেন, বয়স হয়েছে। শরীরে মধ্যে নানান রোগ বাসা বেঁধেছে। মাঝে-মাঝেই শারীরিক সমস্যা দেখা দেয়। গত কয়েকদিন ধরে জ্বর আসায় কিছুটা ভয়ে ছিলাম। পরে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় এখন মানসিক প্রশান্তিতে আছি।

কিডনির, ডায়াবেটিস ও নিউরোলজিক্যাল সমস্যা রয়েছে উল্লেখ করে কবি আরো বলেছিলেন, এগুলোর জন্য হাসপাতালে ভর্তিও হওয়া লাগতে পারে। এখন কোভিডের সময় হাসপাতালে যেতেও ভয় লাগে। চিকিৎসকরাও নিষেধ করে। তারপরও হাসপাতালে যোগাযোগ করছি, দেখি কবে ভর্তি হওয়া লাগে।

আরো পড়ুন : হাসান আজিজুল হক গুরুতর অসুস্থ

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কবি,হেলাল হাফিজ,সিএমএইচ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close