রংপুর ব্যুরো

  ০৭ আগস্ট, ২০১৮

ট্রাফিক আইন মেনে পুলিশকে সহযোগিতা করতে হবে : ডিআইজি

বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেছেন, চালক ও সাধারণ জনগণের সচেতনতাই সড়ক দুর্ঘটনা রোধে সবচেয়ে কার্যকর ভুমিকা রাখতে পারে । এজন্য সবাইকে আইন মেনে চলতে হবে। যানবাহন চালানোর সময় ট্রাফিক আইন মেনে পুলিশকে সহযোগিতা করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে আইন মেনে চলার প্রবণতা তৈরি হলে সড়ক দুর্ঘটনা কমে আসবে।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর পুলিশ কমিউনিটি হল মাঠে ট্রাফিক সপ্তাহের উদ্বোধনকালে তিনি একথা বলেন। নবাগত এই ডিআইজি বলেন, পুলিশের একার পক্ষে সড়ক দুর্ঘটনা রোধ সম্ভব নয়। দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দক্ষতা বাড়াতে কাজ করতে হবে। পুলিশের সঙ্গে জনসাধারণকে এগিয়ে আসতে হবে।

ট্রাফিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এনামুল হাবীব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবু রাফা মোঃ আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার আবু হোসেন মারুফ, ফজলে ইলাহী, (এ সার্কেল), সাইফুর রহমান সাইফ, কমিউনিটি পুলিশিং রংপুর জেলা ও বিভাগীয় কমিটির সদস্য সচিব সুশান্ত ভৌমিক, পুলিশ পরির্দশক (রংপুর ট্রাফিক অফিস) খাঁন মোঃ মিজানুর ফাহমী, ফিরোজ মাহমুদ, বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ।

এর আগে অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র‌্যালি থেকে ট্রাফিক পুলিশের সদস্যরা জনসচেতনতামূলক লিফলেট বিরতণ করেন। র‌্যালিতে পুলিশ ও জেলা প্রসাশনের কর্মকর্তারাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,ডিআইজি,ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close