নিজস্ব প্রতিবেদক

  ১৪ সেপ্টেম্বর, ২০১৯

কাউন্সিলে নিষেধাজ্ঞার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। আদালতের এমন আদেশের জন্য সরকারকে দায়ী করেছেন ছাত্রদল নেতারা। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের সভাপতি প্রার্থী ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান, সাবেক কেন্দ্রীয় নেতা মো. আব্বাস আলীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল হয়। আজ ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল। এর ওপর বৃহস্পতিবার অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন আদালত। ঢাকার চতুর্থ সহকারী জজ নুসরাত জাহান বিথি এ আদেশ দেন। ছাত্রদলের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

আজ মিছিলে ছাত্রদল নেতাকর্মীরা, জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল স্থগিত কেন? প্রশাসন জবাব দে ইত্যাদি সেøাগান দিতে থাকে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে শফিকুল ইসলাম শফিক, রতন, রুবেল, মো. মাহমুদুল হাসান সবুজ, তুহিন সরকার, মো. রোজ, আল আমীন, মশিউর রহমান মহান, মতিউর, আরিফ সরকার, মো. ওয়াকিল, মো. লুইস, সৌরভ, শাকিল, এমরান প্রমুখ অংশ নেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close