জাবি প্রতিনিধি

  ১৩ মার্চ, ২০১৯

জাবিতে ৫ম ছায়া জাতিসংঘ সম্মেলন

‘ইনক্লুসিভ ফিউচার থ্রো ইয়ুথ এনগেজমেন্ট, ক্লাইমেট, জাস্টিস অ্যান্ড ইক্যুইটি’ স্লোগানে আগামীকাল বৃহস্পতিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস্ অ্যাসোসিয়েশন (জেইউমুনআ) আয়োজিত সম্মেলনের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি শুকরান উল হক মাহীর এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনটির এবারের সম্মেলনে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ক্যামেরুন ও গাম্বিয়ার প্রতিনিধিসহ প্রায় ৩০০ সদস্য অংশগ্রহণ করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close