নিজস্ব প্রতিবেদক

  ০৭ ডিসেম্বর, ২০১৮

পাইপ বেয়ে চার তলায় চোর, নিচে পড়ে মৃত্যু!

রাজধানীর গুলশানে চুরি করতে পাইপ বেয়ে চার তলায় উঠেছিল চোর। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সেখান থেকে পড়ে যায় সে। পরে গতকাল বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মিয়া (২১) নামে ওই চোরের মৃত্যু হয়।

বাড্ডা থানার এসআই জয়নুল আবেদীন জানান, রাসেল একজন মাদকাসক্ত এবং পেশাদার চোর। সম্প্রতি জেল থেকে ছাড়া পায়। চুরি করতে বৃহস্পতিবার ভোর পৌনে ৪টায় গুলশান ১২৭ নম্বর রোডের ১১ নম্বর বাড়ির চার তলায় পাইপ বেয়ে উঠে রাসেল। এ সময় তাকে দেখে ফেলে বাসার নিরাপত্তা কর্মী। তিনি ‘চোর চোর’ বলে চিৎকার করলে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। নিহতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নওপাড়া গ্রামে। তার বাবার নাম হেলাল মিয়া। মধ্যবাড্ডা বাজার গলির একটি বাসায় ভাড়া থাকত রাসেল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close