নোয়াখালী প্রতিনিধি

  ২৫ অক্টোবর, ২০১৮

নোবিপ্রবিতে ভর্তিচ্ছুদের পাশে থাকবে নোয়াখালী পৌরসভা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদল্যালয়ে ২০১৮-১৯ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসনসহ সার্বিক সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করেছে নোয়াখালী পৌরসভা কর্তৃপক্ষ। গত মঙ্গলবার পৌরসভা মেয়রের পক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আহসান হাবীব হাসান জানান, নোয়াখালী পৌরসভার চারটি স্থানে (মাইজদী বাজার, পুরোনো বাসস্ট্যান্ড, সোনাপুর জিরো পয়েন্ট, টাউন হলের মোড়) সেবা কেন্দ্র স্থাপন, খাবারের ব্যবস্থা, পৌর এলাকায় অবস্থিত সব মসজিদ, পৌর কার্যালয়ের তৃতীয়তলা ও মেয়র কর্তৃক নির্ধারিত বাসায় আবাসনের ব্যবস্থা, বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানির ব্যবস্থা, যাতায়াতের সুবিধার্থে জাতীয় পতাকাসংবলিত মোটরবাইকের ব্যবস্থা, পৌরসভার লোগোসংবলিত কলম প্রদান এবং শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে মনিটরিংয়ের ব্যবস্থা করা হবে। এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়–য়া, সচিব শ্যামল দত্ত, প্রশাসনিক কর্মকর্তা নূর আলম ও সার্বিক তত্ত্বাবধানে মনিটরিং সেলের সমন্বয়ক রহমত উল্যা ভূঁইয়া। উল্লেখ্য, আগামীকাল শুক্রবার থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নোবিপ্রবির ৬টি ইউনিটে ৭০ হাজার ২৯৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close