গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ৩০ মার্চ, ২০২০

গৌরীপুরে করোনা প্রতিরোধে জীবাণুনাশক ¯স্প্রে

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের উদ্যোগে পৌর শহরে জীবাণুনাশক পানি ছিটানো হয়েছে। গতকাল রোববার দুপুরে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় পৌর শহরের শহীদ হারুন পার্ক থেকে জীবাণুনাশক পানি ছিটানোর কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি নিয়ে শহরের রাস্তা-ঘাট, সড়ক ও অলি-গলি ঘুরে জীবাণুনাশক পানি ¯েপ্র করেন।

পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে পৌরসভার উদ্যোগে ৭ হাজার মাস্ক, ৩ হাজার গ্লাভস ও লিফেলট বিতরণ, শহরে অস্থায়ী বেসিন নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় শহরে জীবাণুনাশক ছিটানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও সেজুতি ধর, ওসি বোরহান উদ্দিন, ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান, পৌরসভার প্যানেল চেয়ারম্যান দেওয়ান মাসুদুর রহমান খান সুজন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close