মেহেরপুর প্রতিনিধি

  ০৭ জুলাই, ২০১৯

জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রতিবন্ধীদের সম্পদে পরিণত করতে কাজ করছে সরকার

প্রতিবন্ধীরা পরিবারের বোঝা নয়, তাদেরকে সম্পদে পরিনত করতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল জাতিসংঘে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে। বর্তমান প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের জন্য বিদ্যালয় এবং তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থা করেছেন। গতকাল শনিবার মেহেরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, মেহেরপুরে একটি সরকারি প্রতিবন্ধী বিদ্যালয় করার জন্য চেষ্টা চলছে। সেই বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষনের ব্যবস্থা থাকবে। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, এডিসি (সার্বিক) ইবাদত হোসেন, এডিসি (রাজস্ব) তৌফিকুর রহমান, সমাজসেবা কর্র্মকর্তা আবু তালেব, ইউএনও মাসুদুল আলম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close