পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

  ১৬ মে, ২০১৯

পীরগঞ্জে ধান-চাল ক্রয়ের উদ্বোধন

রংপুরের পীরগঞ্জে চলতি ইরি-বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকালে স্থানীয় খাদ্য গুদাম চত্তরে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল প্রধান অতিথি থেকে এ ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সায়েদুল ইসলাম, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা অনিমেষ কুমার সরকার, মিল মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক মেনহাজুল কাওসার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, চলতি মৌসুমে পীরগঞ্জ উপজেলায় ৫ হাজার ৩৯১ মেট্রিক টন চাল ও ৩৯০ মেট্রিক টন ধান এবং ২১ মেট্রিক টন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর প্রতি কেজি চাল ৩৬ টাকা, ধান ২৬ টাকা ও গম ২৮ টাকা কেজি দরে ক্রয় করবে মর্মে জানানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close