মানিকগঞ্জ প্রতিনিধি

  ২৯ এপ্রিল, ২০১৯

গ্রামের রোগীরাও কমিউনিটি ক্লিনিকের সেবা পাচ্ছেন

মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, বর্তমানে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের রোগীরাও প্রাথমিক সেবা পাচ্ছেন। আর এসব ক্লিনিকে বিনামূল্যে প্রায় ৩০ ধরনের ওষুধ দেওয়া হচ্ছে। আর এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। গতকাল রোববার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, সেবা আমাদের জাতীয় অধিকার এবং সংবিধানেও স্বাস্থ্যসেবার কথা বলা হয়েছে। বর্তমানে দেশে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক রয়েছে এবং আরো ৪ হাজার কমিউনিটি ক্লিনিক তৈরি করা হবে।

সিভিল সার্জন মো. আনোয়ারুল কবির আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার মো. রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অক্তারুজ্জামানসহ নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close