লালমনিরহাট প্রতিনিধি

  ২৩ ফেব্রুয়ারি, ২০১৯

লালমনিরহাটে ভারতীয় পণ্য ও মাদকসহ আটক ১

লালমনিরহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক ও ভারতীয় পণ্যসহ মো. ইলিয়াছ (২৮) নামে এজনকে আটক করেছে বিজিবি। গত শুক্রবার সকালে গংগারহাট বিওপি’র টহলদল তার কাছ থেকে ভারতীয় কসমেটিক্স, ওষুধ ও মাদকসহ একটি মোটর সাইকেল জব্দ করে। আটক ইলিয়াছ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বিদ্যাবাগিস এলাকার মৃত মোজাম্মেল হোসেনের ছেলে।

লালমনিরহাট বিজিবি-১৫ জানায়, জেলার গোড়কমন্ডল, কাশিপুর, রামখানা, অনন্তপুর এবং গংগারহাট বিওপির সদস্যরা এলাকায় নিয়মিত চোরাচালান অভিযান পরিচালনা করে। গত শুক্রবার অভিযানে ভারতীয় ফেন্সিডিল ১২৫ বোতল, গাঁজা ৫.৫ কেজি, ইয়াবা ৬০ পিস, বিভিন্ন প্রকার কসমেটিকস্, ওষুধ এবং ০১ টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় গংগারহাট বিওপি’র টহলদল সীমান্ত পিলার ৯৩৮/৩-এস এর নিকট ৫০ গজ বংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় বিদ্যাবাগিস নামক স্থান হতে মো. ইলিয়াছ আটক করে বিজিবি। লে. কর্নেল মো. আনোয়ার-উল-আলম বলেন, সীমান্তবর্তী মানুষকে অবৈধ অনুপ্রবেশ, চোরাকারবারী এবং আন্তঃসীমান্ত অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্যাপক গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close