বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ২৩ জানুয়ারি, ২০১৯

ভারতে পাচার হওয়া দুই নারীকে ৪ বছর পর হস্তান্তর

অবৈধ পথে ভারতে পাচার হওয়া বাংলাদেশি দুই নারীকে চার বছর পর বেনাপোলে ফেরত পাঠিয়েছে বিএসএফ। স্বদেশ প্রত্যাবর্তন আইনে গত সোমবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে। ফেরত আসারা হলেন, দিনাজপুরের বাবুল হোসেনের মেয়ে শিল্পী আরা (১৭) ও যশোরের মোসলেম সর্দ্দারের মেয়ে সংগীতা ওরফে ফাতিমা খাতুন (৫০)।

বিজিবি জানায়, ভালো কাজের প্রলোভন দেখিয়ে চার বছর আগে পাচারকারীরা সীমান্তের অবৈধ পথে তাদেরকে ভারতে নিয়ে যায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ সদস্যরা তাদের আটক করে আদালতে পাঠায়। দীর্ঘদিন দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির পর সোমবার স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের ফেরত পাঠায় ভারতীয় কর্তৃপক্ষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close