প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ জানুয়ারি, ২০১৯

শ্রদ্ধা-স্মরণে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্র্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আ.লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা, সমাবেশ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

মানিকগঞ্জ : মানিকগঞ্জে জেলা আ.লীগের আয়োজনে র‌্যালি শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা সভাপতি এ্যাড. গোলাম মহীউদ্দীন, সম্পাদক এ্যাড. আব্দুস সালাম, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মজিদ, ক্রীড়া সংস্থার সম্পাদক সুদেব সাহা প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহসভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, সদর থানার সাবেক সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ প্রমুখ।

নাটোর : নাটোরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সহসভাপতি সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, এ্যাড. সিরাজুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক মালেক শেখ, প্রচার সম্পাদক চিত্তরঞ্জন সাহা, জেলা যুবলীগের সম্পাদক রুহুল আমিন বিপ্লব প্রমুখ।

শাবিপ্রবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের উদ্যোগে দিবসটি পালন করা করেছে। গতকাল দুপুরে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন, আ.লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি এ্যাড. সুভাষ চন্দ্র জয়ধর, সম্পাদক এস এম হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা প্রমুখ।

মাধবপুর (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুরে পথ সভায় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মঞ্জু মিয়া চকদারের সভাপতিত্বে ও সহসভাপতি এরশাদ আলীর সঞ্চালনায় পথ সভায় বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী, উপজেলা আ.লীগের সহসভাপতি মহিউজ্জামান হারুন, আব্দুল কুদ্দুছ চকদার মাখন, বেনু রায় প্রমুখ।

কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে আলোচনা সভায় উপজেলা আ.লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন, সিনিয়র সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সম্পাদক গাজী গোলাম মোস্তফা, মাষ্টার আব্দুস সামাদ, পৌর মেয়র রফিকুল ইসলাম, কাউন্সিলর এবাদত সিদ্দিকী বিপুল প্রমুখ।

পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আহবায়ক গাজী মোহাম্মদ আলী। বক্তৃতা দেন, সদস্য সচিব মো. রশীদুজ্জামান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, আব্দুল মান্নান গাজী, হেমেশ চন্দ্র মন্ডল, জিএম, ইকরামুল ইসলাম প্রমুখ।

বগুড়া-আদমদীঘি-ধুনট : বগুড়ায় আলোচনা সভায় জেলা আ.লীগের সহসভাপতি তোফাজ্জল হোসেন দুলুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা সম্পাদক মজিবর রহমান মজনু, এ্যাড. আব্দুল মতিন, রাগেবুল আহসান রিপু, টি. জামান নিকেতা, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, এ্যাড. তবিবর রহমান তবি, এ্যাড. জাকির হোসেন নবাব প্রমুখ।

এদিকে আদমদীঘি প্রতিনিধি জানান, উপজেলার সান্তাহারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সহসভাপতি হুমায়ুন কবীর বাদশা। প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কছিম উদ্দিন আহম্মেদ।

এছাড়াও ধুনট প্রতিনিধি জানান, উপজেলা আ.লীগের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে ও সম্পাদক সেরাজুল ইসলাম সেরার সঞ্চলনায় বক্তব্য দেন, জেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মনজু, উপজেলা সভাপতি আতাউর রহমান শেখ প্রমুখ।

কলমাকান্দা (নেত্রকোনা) : নেত্রকোনার কলমাকান্দায় র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার, সিনিয়র সহসভাপতি প্রধান বাবলু প্রমুখ।

হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হিলিতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা যুগ্ন সম্পাদক শাহিনুর রেজা, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রমুখ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : পটুয়াখালীর মির্জাগঞ্জে পথসভায় উপজেলা আ.লীগের আহবায়ক গাজী আতাহার উদ্দিন আহম্মদের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা আ.লীগের প্রবীন নেতা মো. ইসমাইল হোসেন মৃধা দেউলী, সুবিদখালী ইউপি চেয়ারম্যান মো. আজিজ হাওলাদার, যুগ্ন-আহবায়ক মো. ইউনুচ আলী সরদার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close