বগুড়া প্রতিনিধি

  ১২ নভেম্বর, ২০১৮

বগুড়ায় বাবুরপুকুর দিবসে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধাঞ্জলি

ঐতিহাসিক বাবুরপুকুর দিবসে শহীদবেদিতে অঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে শহীদের স্মরণ করেছে শহীদ পরিবার ও বিভিন্ন সংগঠন। ১৯৭১ সালের ১১ নভেম্বর এখানে ১৪ জনকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশফায়ারে হত্যা করে পাকবাহিনী।

গতকাল রোববার সকাল ৮টায় দিনটি উপলক্ষে জেলা ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী, কৃষক সমিতি ও কমিউনিস্ট পার্টি (সিপিবি) নানা কর্মসূচির আয়োজন করে। এ ছাড়াও শহীদ পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল করা হয়। দিবসটি উপলক্ষে ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি নাদিম মাহমুদের সভাপতিত্বে শহীদ স্মৃতিস্তম্ভে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন কমিউনিস্ট বগুড়া জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম, কৃষক সমিতি জেলা সভাপতি সন্তোষ কুমার পাল, যুব ইউনিয়ন সম্পাদক শাহনিওয়াজ কবির খান পাপ্পু, শুভ শংকর গুহ রায় বাবুন, মিঠুন পাল, আয়েন উদ্দীন, সাদ্দাম হোসেন, আকতার-উজ-জামান টুটুল, আবু বক্কর প্রমুখ। উল্লেখ্য, ১৯৭১ সালের মার্চ মাসে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার কিছু তরুণ ও যুবককে সংগঠিত করেন মুক্তিযোদ্ধা সাইফুল ও পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মান্নান পশারী। ১১ নভেম্বর রাতে শান্তি কমিটির সহযোগিতায় পাক হানাদার বাহিনী হানা দেয় ঠনঠনিয়ার শাহ পাড়া, ম-লপাড়া, তেঁতুলতলা, হাজীপাড়া ও পশারীপাড়াসহ কয়েকটি এলাকায়। হানাদার বাহিনী সেসব বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে আনে মান্নান পশারী ও তার ভাই হান্নান পশারীসহ অনেককে। পরে পাক সেনারা তাদেরকে গাড়িতে তুলে নিয়ে যায় শাজাহানপুর উপজেলার বাবুরপুকুরে। আটকদের মধ্য থেকে ১৪ জনকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশফায়ারে হত্যা করা হয়। বাকিদেরকে ছেড়ে দেয় তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close