পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

  ২৩ অক্টোবর, ২০১৮

পাঁচবিবিতে গোখাদ্যের সংকট, দাম আকাশছোঁয়া

পাঁচবিবিতে গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে দাম এখন আকাশছোঁয়া। বছরের দুইবার ধানকাটা মৌসুমে গ্রামের কৃষক ঘরে ধানের পাশাপাশি গরুর খাদ্য হিসেবে খড়টাও যতœ সহকারে রাখেন। খড় গোখাদ্য ছাড়াও গ্রামের নারীরা রান্নার কাজে জ্বালানি হিসেবেও ব্যবহার করে আসছেন দীর্ঘদিন থেকে। বর্তমান দিন দিন খড়ের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ধান কাটার পর খড়ের স্তূপ বিক্রি হতো নির্দিষ্ট একটি দামে ধারণার ওপর ভিত্তি করে।

উপজেলার কিছু কিছু এলাকায় খড়ের পাইকারি ৪০০-৫০০ টাকা মণ হিসেবে খড় ক্রয় করছেন। যা অতীতের তুলনায় অনেক বেশি। খড়ের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন গরুর খামারিরা। খড়ের সঙ্গে পাল্লা দিয়ে বর্তমান ঘাসের দাম হয়েছে আকাশ ছোঁয়া। মধ্যবৃত্ত পরিবারের পক্ষে গরু পালন করা কষ্টকর হয়ে পড়েছে। যে কৃষকের বাড়িতে খড়ের গাদা (পালা) আছে সেখানে গরুর মালিকেরা কিনতে ভিড় করছেন। সরেজমিনে উপজেলার বীরনগর, বরণ, আটুল, সোনাকুল, গোড়না, ঢাকারপাড়া, আওলাই, মোহাম্মদপুর গ্রামে গিয়ে জানা যায়, কৃষক আলম আলী জানান গরুর খাবার খড় প্রতি মণ বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকা ও তারও বেশি দামে। কুতুব আলী চারজন মিলে একটি খড়ের পালা ৩০ হাজার টাকায় কিনেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, প্রতিবার এ সময় খড়ের চাহিদা ও দাম বেড়ে যায়। নতুন ধান ঘরে এলে আবার দাম স্বাভাবিক হবে বলে তিনি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close