বেনাপোল প্রতিনিধি

  ১২ জুলাই, ২০১৮

ভারতে পাচার হওয়া ৭ কিশোর হস্তান্তর

ভালো কাজের প্রলোভন দেখিয়ে অবৈধ পথে ভারতে পাচার হওয়া সাত কিশোরকে দেড় বছর পর হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ফেরত আসা কিশোরা হলোÑ যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন (১৪), যশোর সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের বিলাল হোসেনের ছেলে মিজানুর (১১), খুলনার ফুলতলা উপজেলার পয়ইক গ্রামের টুটুল মোল্লার ছেলে ইমন মোল্লা (৪), ঢাকার আশুলিয়া উপজেলার নিরিবিলি গ্রামের মমিন মিয়ার ছেলে জহিরুল ইসলাম (১১), একই এলাকার মমিন হোসেনের ছেলে জয়নাল হোসেন (১৬), নারায়নগঞ্জের বন্দর উপজেলার ছালেনগর গ্রামের জাকির হোসেনের ছেলে হাসান দেওয়ান (১৪) ও একই এলাকার বাদলের ছেলে ফয়সাল হোসেন (১২)।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) সুজিত জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করেন। পরে বিজিবি সদস্যরা আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করে। তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য ‘রাইটস যশোর’ নামে একটি এনজিও গ্রহণ করেন।

রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, বিভিন্ন সময় পাচারকারীরা এসব শিশু কিশোরদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের আটক করে আদালতে পাঠায়। পরে ভারতের উত্তর ২৪ পরগনার ‘কিশোলয়’ নামের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখেন। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের বাংলাদেশে ফেরত আনা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist