প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ জুলাই, ২০১৮

পানিতে ডুবে মৃত্যু

চার স্থানে ছয় শিশুর মৃত্যু

চাঁদপুরে দুই ভাই, ফরিদপুরে দুই শিশু, নড়াইল পৌরসভায় এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে। এছাড়া গত সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই ভাবে এক শিশুর অপমৃত্যু হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

ফরিদপুর : জেলা শহরের কমলাপুর এলাকার লালের মোড়ে পাশের পুকুরে ডুবে দুই শিশু মৃত্যু হয়েছে। নিহত সাফায়েত (৭) জাকির মৃধার ছেলে এবং তাবাসসুম (৭) লোকমান হোসেনের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, কমলাপুর লালের মোড় এলাকায় জনৈক জালাল মৃধার পুকুর পাড়ে খেলার একপর্যায়ে পুকুরে গোসল করতে নেমে সাফায়েত হঠাৎ পানিতে ডুবে যায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তাবাসসুম নিজেও পানিতে ডুবে যায়।

নড়াইল : নড়াইল পৌরসভার বরাশুলা জেলখানা এলাকায় পানিতে ডুবে সুমাইয়া নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত সুমাইয়া ওই এলাকার তারিকুল ইসলামের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু সুমাইয়া পরিবারের অজান্তে বাড়ির পাশের মাছের ঘেরে পড়ে যায়। এ সময় তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোজাঁখুজির এক পর্যায়ে ঘেরে ভাসতে দেখে।

হাজীগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট ইউনিয়নের স্থানীয় খাজুরিয়া (লক্ষ্মীপুর) গ্রামের কবিরাজ বাড়ির পুকুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

নিহত তানভির (৬) কচুয়া উপজেলার গোহট ইউনিয়নের স্থানীয় খাজুরিয়া (লক্ষ্মীপুর) গ্রামের জামাল হোসেনের ছেলে এবং সিয়াম (৬) হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাউকরা গ্রামের সুমনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সবার পরিবারের সঙ্গে সিয়াম খালার বাড়ি কচুয়া উপজেলার খাজুরিয়া কবিরাজ বাড়িতে বেড়াতে যায়। ওই দিন দুপুরে খালাতো ভাই তানভিরসহ সিয়াম খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে পুকুর ঘাটলায় তাদের জুতা দেখে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত সোমবার সন্ধ্যায় পৌর শহরের এনায়েতপুর মহল্লায় পুকুরের পানিতে ডুবে অন্তরা খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। অন্তরা এনায়েতপুর মহল্লার রাজু আহমেদের মেয়ে।

পরবির সূত্রে জানা গেছে, অন্তরা বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পড়ে যায়। অনেক খোঁজা খুজির পর তাকে মৃত অবস্থায় পুকুরে ভাসতে দেখা যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist