সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ২০ ফেব্রুয়ারি, ২০১৮

সিদ্ধিরগঞ্জে দুই শতাধিক অবৈধ দখলদার উচ্ছেদ

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রকল্পের কাজ শুরু করেছে সেনাবাহিনী। এ উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জ থানার ৬নং ওয়ার্ডের শিমুলপাড়ায় রাস্তা ও খালের দুপাশে শতাধিক দখলদার উচ্ছেদ করা হয়েছে। দখলমুক্ত এলাকায় ১২০টি খাল খনন করে পানি সেচের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। গতকাল সোমবার সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের সদস্যরা প্রকল্পের আশপাশের বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়। নাসিক প্যানেল মেয়র-২ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি বলেন, ‘আমরা জানি এখান দিয়ে খাল খনন করা হবে।

মানুষের চলাচলের জন্য করা হবে রাস্তাও।’

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার কামাল বলেন, একে একে প্রতিটি এলাকার দখলদার উচ্ছেদ করা হবে। উচ্ছেদের পর খাল খনন করা হবে। প্রায় ৫৫৭ কোটি কোটি টাকা ব্যয়ে এই সেচ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist