নিজস্ব প্রতিবেদক

  ২৪ জুন, ২০১৭

পলাতক জেএমবির দুই সদস্য গ্রেফতার

গত ৩১ মে তেজগাঁও শিল্পাঞ্চল থেকে পালিয়ে যাওয়া জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেনÑমোতাসিম বিল্লাহ ও মোরসালিন শেখ। গত বৃহস্পতিবার রাতে গাজীপুর চৌরাস্তা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-২-এর একটি অভিযানিক দল।

র‌্যাব-২-এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি রবিউল ইসলাম জানান, গত ৩১ মে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্যসহ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে মফিজুল ইসলাম ওরফে তুষার ওরফে তাওহীদ, রকিবুল ইসলাম ওরফে রকিবুল মোল্লা ও ইলিয়াছ আহমেদ নামে জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য এবং তাদের অন্যতম নেতা ইয়াছিন প্রধান সংগঠক। ইয়াছিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর সোহেব ওরফে সোয়াইব দলনেতা নিযুক্ত হয়। ওইদিন তারা ৮-১০ জন সোহেবের নির্দেশে ও নেতৃত্বে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এক পীরের মাজারে নাশকতা চালানো জন্য একত্র হয়। কিন্তু সোহেব ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই র‌্যাব কর্তৃক গ্রেফতার হয়। তখন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলের একটু দূরে থাকা ৮-১০ জন জঙ্গি পালিয়ে যেতে সক্ষম হয়। তারা আরো জানিয়েছে, জেএমবির কিছু সদস্য ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে গার্মেন্টস ও অন্যান্য ফ্যাক্টরিতে কাজ করছে। গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জে তাদের দলনেতা নির্দেশক্রমে সরকারি স্থাপনায় বড় ধরনের নাশকতার পরিকল্পনায় ছিল। রবিউল ইসলাম বলেন, গ্রেফতার তিনজনের তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে বিল্লাহ ও মোরসালিনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এএসপি রবিউল ইসলাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist