রংপুর ব্যুরো

  ০৯ জুলাই, ২০২০

রংপুর বিভাগে এক দিনে করোনায় আক্রান্ত ৭৯

রংপুর বিভাগের আট জেলায় গতকাল বুধবার পর্যন্ত করোনায় রংপুরের দুজন ডাক্তার, ছয়জন জেলা পুলিশের সদস্য, ইসলামী ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের দুই কর্মকর্তা, নার্স, ডিসি অফিসের কর্মচারী ও বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ এক দিনে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯ জন। এ নিয়ে বিভাগে আক্রান্ত দাঁড়াল ৩ হাজার ৬১২ জন এবং মৃত্যু দাঁড়াল ৬৩ জনে। এদিকে এই বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা গতকাল বুধবার পর্যন্ত রংপুরে ১১০০, দিনাজপুরে ৮০০, গাইবান্ধায় ৪০০, নীলফামারীতে ৪০০, ঠাকুরগাঁয় ২০০, কুড়িগ্রামে ২০০ এবং লালমনিরহাট ও পঞ্চগড়ে দেড় শ করে ছাড়িয়ে গেছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় করোনাভাইরাসে নতুন করে ৭৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন করে রংপুরে ২৫, দিনাজপুরে ১৯, ঠাকুরগাঁয়ে ১০, কুড়িগ্রামে ৭, লালমনিরহাটে ৬, গাইবান্ধায় ৫, নীলফামারীতে ৫ এবং পঞ্চগড়ে দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগের আট জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৬১২ জনে এবং এই বিভাগের ৮ জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩ জনে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার পর্যন্ত রংপুর বিভাগের মধ্যে রংপুর জেলায় এ পর্যন্ত ১ হাজার ১৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে, যা এই বিভাগে সবচেয়ে বেশি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close