রাজশাহী ব্যুরো

  ০৫ জুলাই, ২০২০

‘শিল্পায়নে বিপুল সংখ্যক কর্মসংস্থান হবে’

রাজশাহীর বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার পবা উপজেলার পারিলা ইউনিয়নের কেচুয়াতৈল এলাকায় এ প্রকল্পের ৫০ একর ভূমির উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৭২ কোটি টাকা। শিল্পায়ন বিস্তার লাভের পাশাপাশি বেকারত্ব দূরীকরণে বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি একমাত্র লক্ষ্য বলে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। মেয়র বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এই প্রকল্পটি দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ফলে একটি বিশেষায়িত শিল্পনগরী স্থাপনের মাধ্যমে রাজশাহীর জনগণের দীর্ঘদিনের আকাক্সক্ষা পূরণ হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close