চট্টগ্রাম ব্যুরো

  ০৪ জুলাই, ২০২০

চট্টগ্রামে ছাত্রদল নেতা অভি হত্যায় ৪ ভাই গ্রেফতার

নগরীর ডবলমুরিং এলাকার ছাত্রদলকর্মী মীর ছাদেক অভি খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আপন চার ভাইকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এলাকা, আকবরশাহ এলাকা ও হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। এ সময় খুনের কাজে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। গ্রেফতাররা হলো মো ইব্রাহীম মুন্না, মো শাহরিয়া ফারদিন তুহিন, মো ইয়াছিন আরাফাত (টিটু) ও মো ইরফান (বাবু)। তারা ডবলমুরিং এলাকার হাজিপাড়ার মো কামালের ছেলে।

গ্রেফতার চারজনের মধ্যে ইব্রাহিম মুন্না ছাড়া বাকি তিনজন মৃত্যুর আগে মীর ছাদেক অভির দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহির হোসেন। তিনি জানান, ইব্রাহিম মুন্না এজহারভুক্ত আসামি না হলেও ঘটনাস্থলে সেদিন সে উপস্থিত ছিলেন। অভির খুনে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার পরবর্তী তাদের চারজনকে আদালতে পাঠানো হয়েছে। প্রসঙ্গ, গত ১৫ জুন ডবলমুরিংয়ের হাজিপাড়া মসজিদের পাশে ইমরানের রিকশার গ্যারেজের সামনের রাস্তায় ওপর ছাত্রদলকর্মী মীর ছাদেক অভিকে ছুরিকাঘাত করে জখম করা হয়। পরবর্তী সময়ে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close