চট্টগ্রাম ব্যুরো

  ০৩ জুলাই, ২০২০

চট্টগ্রামে ১০১ দিনে আক্রান্ত ২৭১ জন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ২৭১ জনের শরীরের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন আরো ১৯ জন। অপরদিকে মৃত্যু হয়েছে আরো ছয়জনের। তাদের চারজন উপজেলার অপর দুজন নগরীর বাসিন্দা। নতুন শনাক্ত হওয়া এ ২৭১ জনসহ চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯২৩ জনে। যাদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮৪ জনের। অপরদিকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ১৮৪ জন। গতকাল বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ছয়টি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে সর্বমোট ১ হাজার ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে চট্টগ্রামের ২৭১ জনের ফল পজিটিভ আসে। এদের মধ্যে ১৮৭ জনেই নগরীর। অপর ৮৪ জন উপজেলার বাসিন্দা। তথ্য মতে, ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের (চবি) ল্যাবে ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে চট্টগ্রামের ৫১ জনের ফল পজিটিভ পাওয়া যায়। যাদের মধ্যে ২১ জন নগরীর অপর ৩০ জন উপজেলার বাসিন্দা। আর ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে সর্বমোট ৩১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে চট্টগ্রামের ২৩ জনের ফল পজিটিভ আসে। এদের মধ্যে ছয়জন নগরীর আর ১৭ জন উপজেলার বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে পরীক্ষা হয় ৪০৮ জনের নমুনা। তাতে ১০০ জনের ফল পজিটিভ আসে। যাদেও মধ্যে ৮৬ জনেই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। অপর ১৪ জন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ^বিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ২৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে চট্টগ্রামের ২৫ জনের ফল পজিটিভ পাওয়া যায়। যাদের ১১ জন নগরীর বিভিন্ন এলাকার। অপর ১৪ জন উপজেলার। এর বাইরে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার একজনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে একজনের ফল পজিটিভ আসে। এছাড়া নগরীর বেসরকারি ইমúেরিয়াল হাসপাতালে পরীক্ষা করা হয় ১৫৭ জনের নমুনা। যাতে ৪১ জনের ফল পজিটিভ আসে। তাদের ৩৪ জনেই নগরীর বাসিন্দা অপর ৭ জন উপজেলার। আর বেসরকারি শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির ল্যাবে ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। যাতে চট্টগ্রামের ৩০ জনের ফল পজিটিভ আসে। তাদের ২৯ জনেই নগরীর আর একজন উপজেলার বাসিন্দা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close