মিনহাজুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো

  ৩০ জুন, ২০২০

করোনাভাইরাস

চট্টগ্রামে পরীক্ষার সংখ্যা বাড়ানোর জোর তাগিদ

চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনাভাইরাস মোকাবিলায় চট্টগ্রামে সরকারি চারটি ও বেসরকারি দুটি মিলে মোট ছয়টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। প্রকোপ বাড়তে থাকায় পরীক্ষার আওতা বাড়ানোর জন্য আরো সরকারি ও বেসরকারি হাসপাতালকে করোনাভাইরাস পরীক্ষার আওতায় আনা দরকার। করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই নমুনা পরীক্ষার ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যার কারণ, যেকোনো সংক্রামক রোগ থেকে বাঁচতে প্রথম গুরুত্বপূর্ণ কাজ রোগী শনাক্ত করা। দেশের প্রথম সংক্রমণ ধরা পড়ার পর থেকে নমুনা পরীক্ষার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে চট্টগ্রামেও। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, নমুনা পরীক্ষার তিন মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর মোট জনসংখ্যার মাত্র এক শতাংশও পরীক্ষার আওতায় আসতে পারেনি। এমন পরিস্থিতিতে এ মুহূর্তে করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার সংখ্যা আরো বাড়াতে জোর তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।

তথ্যমতে, দেশে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের পর চট্টগ্রামে প্রথম নমুনা পরীক্ষা শুরু হয় গত ২৫ মার্চ। ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে সর্বপ্রথম পরীক্ষার কার্যক্রম শুরু করলেও ধীরে ধীরে চট্টগ্রামে ছয়টি ল্যাব বিদ্যমান আছে। যাদের প্রতিদিন কমপক্ষে ২ হাজারের অধিক পরীক্ষার সক্ষমতা আছে। কিন্তু তার অর্ধেকের চেয়ে কম পরীক্ষা করে আসছে এসব ল্যাব। যদিও গত এক সপ্তাহ থেকে পরীক্ষার সংখ্যা কিছুটা বৃদ্ধি পেলেও তা কম। কিন্তু করোনা পরীক্ষার ল্যাবের সংখ্যা বাড়লেও বাড়ছে না মোট পরীক্ষার সংখ্যা।

স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুসারে, ২৫ মার্চ থেকে শুরু হওয়ার পর নগরীসহ চট্টগ্রাম জেলায় গত শনিবার পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয় ২৬ হাজার ৯২১ জনের। যাদের মাধ্যে মহানগরীর রয়েছে ১৭ হাজার ৮২ জন; যা মোট নমুনা পরীক্ষার ৬৩ দশমিক ৪৫ শতাংশ। যদিও চট্টগ্রাম মহানগরের সর্বশেষ জরিপের তথ্যে ৩০ লক্ষাধিক মানুষের বসবাস রয়েছে। এর বাইরেও বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের তথ্যে বর্তমানে বাস করছে ৭০ লাখ মানুষ। সে হিসেবে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষার আওতায় এসেছে মাত্র শূন্য দশমিক ২৫ শতাংশ মানুষ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যা পরীক্ষা করা হচ্ছে, তার চেয়ে আরো কয়েকগুণ বেশি নমুনা পরীক্ষা বাড়াতে হবে। এত অল্প পরিমাণ পরীক্ষা করে করোনার বিস্তৃতি কতটা, তা বোঝা অসম্ভব। পরীক্ষার পরিমাণ যদি না বাড়ে সামনের দিনগুলোতে চট্টগ্রামে আরো বেশি সংক্রমণের আশঙ্কা তাদের।

এ বিষয়ে জনস্বাস্থ্য রক্ষা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। বর্তমানে করোনার হটস্পট হিসেবে চট্টগ্রামের অবস্থান। রোগটি নিয়ন্ত্রণের প্রধান ব্যবস্থা রোগী শনাক্তকরণ। কিন্তু সেটা অনুপাতের তুলনায় খুবই কম। সংক্রমণ ঠেকাতে হলে অবশ্যই নমুনা পরীক্ষার পরিমাণ বাড়াতে হবে। যথাসম্ভব দ্রুত রোগীদের শনাক্ত করা না গেলে রোগটি আরো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরমার্শ এ বিশেষজ্ঞের।

এদিকে, প্রয়োজনের চেয়ে নমুনা পরীক্ষা কম হওয়ার বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘যে পরিমাণ পরীক্ষা হওয়া দরকার, জনবল ও অন্যান্য কারণে তা হচ্ছে না। যদিও আগের চেয়ে ল্যাবের সংখ্যা ও নমুনা পরীক্ষার পরিমাণ কিছুটা বেড়েছে। সামনেও তা বাড়াতে ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হচ্ছে। আশা করছি, বর্তমানের চেয়ে আরো বেশি নমুনা সংগ্রহ ও পরীক্ষা বাড়বে। একই সঙ্গে সাধারণ মানুষ যেন সহজে নমুনা পরীক্ষার ফলাফলও জানতে পারে, সে বিষয়টির দিকেও নজর রাখা হয়েছে বলে জানান তিনি। এদিকে গতকাল সোমবার চট্টগ্রামে ৩৪৬ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এতে মোট নমুনা পরীক্ষার হিসেবে প্রতি তিনজনে একজন পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছে।

প্রসঙ্গত, সর্বশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫ জন। এ পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়ে মারা গেছে ১৭১ জন। তার মধ্যে ১৩১ জন মহানগরের ও ৪০ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা ছিল। এ ছাড়াও এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৯৬৫ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close