reporterঅনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি, ২০২০

বিএসএফআইসির ব্যবস্থাপনা পরিচালক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) ‘ব্যবস্থাপনা পরিচালক সম্মেলন-২০২০’ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাজধানীর মতিঝিলে চিনিশিল্প ভবনে ব্যবস্থাপনা পরিচালক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০২০ সালের আখমাড়াই ও চিনি উৎপাদনের পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে উন্নয়নের কলাকৌশল ও চ্যালেঞ্জের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএসএফআইসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব অজিত কুমার পাল।

সম্মেলনে ১৫ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকসহ বিএস এফআইসির সিওপি মো. রফিকুল ইসলাম, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) মো. আবদুর রউফ খান, যুগ্মসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আনোয়ার হোসেন এবং অতিরিক্ত সচিব ও পরিচালক (অর্থ) মীর জহুরুল ইসলাম বক্তব্য দেন। দেশের চিনিশিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে বিএসএফআইসি এগিয়ে নিতে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান চেয়ারম্যান অজিত কুমার পাল। বেশ কিছু স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছি। দেশের চিনিশিল্পকে বহুমুখীকরণ করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close