ঢাবি প্রতিনিধি

  ১৮ নভেম্বর, ২০১৯

পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ঢাবি শিক্ষার্থীদের

ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, আজকে আপনারা জিডিপি বৃদ্ধির কথা বলেন, কিন্তু সেই মুহূর্তে আমরা দেখতে পাই, চার কোটিরও বেশি বেকার রয়েছে দেশে। যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা সব সময় আতঙ্কে থাকে উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত করেছে, জনগণ চাইলে টেনেহিঁচড়ে নামাতে পারবে। তাদের বিরুদ্ধে সমালোচনা করলেই পেটুয়া বাহিনী ছাত্রলীগ দিয়ে হামলা করে।’ গতকাল রোববার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজ, চালের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় পাঁচ দফা দাবি তুলে ধরেন বিক্ষোভকারী ঢাবি শিক্ষার্থীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close