রাজশাহী ব্যুরো

  ২৫ অক্টোবর, ২০১৯

স্টুডিওর আড়ালে মাদক কারবার!

লোক দেখানো স্টুডিওর দোকান দিয়েছিলেন রাজশাহীর গোদাগাড়ীর মাদক কারবারি জিয়াউর রহমান। সেই দোকান থেকেই পরিচালনা করতেন মাদকের কারবার। র‌্যাব তার ‘নিউ স্টাইল কালার ডিজিটাল স্টুডিও’তে অভিযান চালায়। তল্লাশি করে র‌্যাব উদ্ধার করে ৩৮০ গ্রাম হেরোয়িন।

এ সময় জিয়াউর রহমানকেও গ্রেফতার করে র‌্যাব। জিয়াউরের বাড়ি গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ী মহল্লায়। তার বাবার নাম সিরাজ উদ্দিন। গত বুধবার সন্ধ্যায় র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল মহিষালবাড়ীর রেলবাজার রোডে জিয়াউরের স্টুডিওতে অভিযান চালায়।

র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জিয়াউরের দোকান থেকে হেরোয়িন ছাড়াও একটি কম্পিউটারের সিপিইউ, আটটি মুঠোফোন, ১২টি মেমোরি কার্ড, ৩০টি সিমকার্ড, ২১টি জাতীয় পরিচয়পত্র, হেরোয়িন ওজন করা একটি নিক্তি এবং নগদ ৫২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব আরো জানায়, জিয়াউর রহমান দীর্ঘদিন ধরেই স্টুডিও ব্যবসার আড়ালে মাদকের কারবার করে আসছিলেন। অবশেষে তাকে হেরোয়িনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় মামলা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close