গাজীপুর প্রতিনিধি

  ১৩ অক্টোবর, ২০১৯

দেশের উন্নয়নে সবচেয়ে বড় ইঞ্জিন কৃষি

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের উন্নয়নে এবং দারিদ্র্যবিমোচনে সবচেয়ে বড় ইঞ্জিন হচ্ছে কৃষি। এখনো বাংলাদেশের অর্থনীতি, সামাজিক নীতি সবকিছুই কৃষিকে কেন্দ্র করেই আবর্তিত হয়। গতকাল শনিবার গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

বারি’র কাজী বদরুদ্দোজা মিলনায়তনে সাত দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। এতে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মান্নান এমপি, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান, বারি’র ইমেরিটাস সায়েন্টিস্ট ড. কাজী এম বদরুদ্দোজা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম, সাফল্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর সংক্ষিপ্ত উপস্থাপনা উপস্থাপন করেন বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. আবদুল ওহাব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close