নিজস্ব প্রতিবেদক

  ১৯ আগস্ট, ২০১৯

পচা-বাসি মিষ্টি উৎপাদন

৪ দোকানিকে পৌনে ২ লাখ টাকা জরিমানা

রাজধানীর দারুস সালাম বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার দুপুর ১২টা থেকে সোয়া ২টা পর্যন্ত খাদ্যে ভেজালবিরোধী এ অভিযান চালানো হয়।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন। আদালতকে সহায়তা করে পিওএম (পাবলিক ওয়ার্ডার ম্যানেজম্যান্ট) ফোর্সের সদস্যরা।

অভিযানে আদালত দেখতে পান, পচা-বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে। এসব অপরাধে বেড়িবাঁধ বড় বাজারের কালাচাঁন মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার, মিরপুর মিষ্টান্ন ভান্ডারকে ২৫ হাজার, অজিত মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার ও নুর হোসেন মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close