চট্টগ্রাম ব্যুরো

  ১৬ আগস্ট, ২০১৯

চট্টগ্রামে জাতীয় শোক দিবস পালিত

স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালনে দিনব্যাপী কর্মসূচি হাতে নেয়।

এ উপলক্ষে চট্টগ্রামে মহানগর আওয়ামী লীগের নগরীর দারুল ফজল মার্কেটে কার্যালয়ে দিনব্যাপী কর্মসূচির শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী ও আলতাফ হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আইন সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, শ্রমিক লীগ নেতা শফর আলী।

নগরীর আন্দরকিল্লায় নগর ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা মেয়রের সঙ্গে অংশ নেন। নাগরিক শোভাযাত্রা শুরুর আগে দেওয়া বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির ঘৃণ্য ষড়যন্ত্রে কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে নির্মমভাবে হত্যার শিকার হওয়ায় বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। বঙ্গবন্ধুর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। চট্টগ্রামে জেলা প্রশাসন দিবসটি পালনে শোকর‌্যালি বের করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close