নিজস্ব প্রতিবেদক

  ১৬ জুলাই, ২০১৯

ডেঙ্গু নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারে বিরত থাকার আহ্বান

ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে, বিভ্রান্তি সৃষ্টি হতে পারেÑ এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল সোমবার ডিএসসিসির আয়োজনে নগর ভবনে ‘বিশেষ প্রাথমিক সেবাপক্ষ-২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান আইইডিসিআরের দেওয়া তথ্য মতে, এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে এমন রোগীর সংখ্যা তিনজন। কিন্তু কিছু সংবাদমাধ্যম নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসকের বরাত দিয়ে বলেছে, ডেঙ্গুতে মারা গেছে ১১ জন। তিনি বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে, এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকুন।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরিফ আহমেদ। এ ছাড়া ওয়ার্ড কাউন্সিলর ও সাব-অ্যাসিসট্যান্ট কমিউনিটি মেডিকেল কর্মকর্তারাও বক্তব্য দেন।

মেয়র বলেন, আমরা ডিএসসিসির পক্ষ থেকে সর্বশক্তি প্রয়োগ করে নাগরিকদের ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা দিতে প্রস্তুত আছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close