নিজস্ব প্রতিবেদক

  ১৩ জুলাই, ২০১৯

ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন করেছে সেন্টার ফর মেন অ্যান্ড ম্যাসকুলিনিটিজ স্টাডিজ। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন করা হয়। এতে ঢাবির শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ বলেন, দীর্ঘদিন ধরে যেসব ধর্ষণের ঘটনা ঘটছে, তার কোনো জোরালোভাবে প্রতিবাদ হচ্ছে না। আমরা এ প্রতিবাদ শুরু করতে চাই। আমাদের এ কর্মসূচির মাধ্যমে সবাইকে একত্রিত করে ব্যাপক জনমত গড়ে তুলতে চাই। সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতনভাবে ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, ধর্ষণের সঙ্গে জড়িতরা সহজেই জামিন পেয়ে যাচ্ছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close