নিজস্ব প্রতিবেদক

  ২৮ জুন, ২০১৯

রাজধানীতে বীজমেলা শুরু আজ

রাজধানীতে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বীজমেলা, যা চলবে ৩০ জুন পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বীজ অনুবিভাগের মহাপরিচালক, অতিরিক্ত সচিব আশ্রাফ উদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। শুক্রবার বিকেল ৩টায় ফার্মগেটের কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক এ মেলার উদ্বোধন করবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত সচিব আশ্রাফ উদ্দিন বলেন, ২০১৭-১৮ অর্থবছরে ৪০৯ দশমিক ১৪ লাখ টন দানাদার খাদ্যশস্য উৎপাদিত হওয়ায় দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, ‘২০২০ থেকে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে মানসম্মত বীজের ব্যবহার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য প্রয়োজন ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি, যার অন্যতম নিয়ামক শক্তি হলো মানসম্মত বীজ। বর্তমানে দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে ২৬ শতাংশ মানসম্মত বীজ চাষিপর্যায়ে সরবরাহ করা হয়। ধান ও গমের ক্ষেত্রে মানসম্মত বীজের সরবরাহের হার যথাক্রমে ৫৩ দশমিক ৭২ শতাংশ ও ৬০ দশমিক ৭৮ শতাংশ।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close