নিজস্ব প্রতিবেদক

  ১১ মে, ২০১৯

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি

দেশে সংখ্যালঘু নিপীড়ন বেড়েছে

চার মাস ধরে সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়ন বেড়েছে বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল শুক্রবার রাজধানীর মণি-সিংহ ফরহাদ ট্রাস্ট ভবনে আয়োজিত সভায় এসব তথ্য তুলে ধরা হয়।

সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য সব সংখ্যালঘু সংগঠনকে জাতীয় ও স্থানীয়ভাবে সমন্বিত করে ২৫ মে সকাল ১০টায় সারা দেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সংগঠনটি। এ ছাড়া ২০২০ সালের ১১ ও ১২ ডিসেম্বর ঐক্য পরিষদের একাদশ জাতীয় সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ড. নিম চন্দ্র ভৌমিক এবং সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close