বিশেষ প্রতিবেদক, রাজশাহী

  ২৭ এপ্রিল, ২০১৯

উদ্যোক্তা সম্মেলনে রাসিক মেয়র

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শহরের সেবা পাবে গ্রাম

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি গ্রামে হবে শহরের সব সুযোগ-সুবিধা। সেই প্রতিশ্রুতি অনুযায়ী খুব দ্রুতই শহরের সব সুযোগ-সুবিধা গ্রামে পৌঁছে যাবে। এরই মধ্যে এসব সুযোগ-সুবিধা গ্রামের লোকজন পেতে শুরু করেছে। গতকাল শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে ‘বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর’ সেøাগানকে সামনে রেখে দিনব্যাপী বিভাগীয় উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

এ-টু-আই’র সহযোগিতায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক আয়োজিত সম্মেলনে লিটন বলেন, ডিজিটাল বাংলাদেশের যখন সূচনা শুরু হয়, তখন ডিজিটালকে নিয়ে অনেকে কটাক্ষ করেছে। কিন্তু সেটাই বর্তমানের বাস্তবতা। বিভাগীয় কমিশনার নুর উর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এ-টু-আই প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান ও রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) এস এম আবদুল কাদের। শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন। সম্মেলনে রাজশাহী বিভাগের সব জেলার উদ্যোক্তরা অংশ নেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close