রংপুর প্রতিনিধি

  ১৭ এপ্রিল, ২০১৯

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

অসুস্থ মায়ের মাথায় পানি দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এনে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষি কর্মকর্তার যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভিকটিমকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এর বিচারক রোকনুজ্জামান এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ৪ জুলাই রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুল মালেকের অষ্টম শ্রেণিতে পড়ুয়া শিশুকে পার্শ্ববর্তী বাড়ির আনসার আলীর ছেলে উপসহকারী কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম মিলন বাড়িতে ডেকে আনে। তার মা গুরুতর অসুস্থ ও মাথায় পানি দিতে হবেÑ এ কথা বলে মেয়েটিকে বাসায় নিয়ে আসে সে। পরে ঘরের মধ্যে আটকে রেখে হাত-পা বেঁধে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল মালেক বাদী হয়ে বদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ৬ সেপ্টেম্বর ২০০৫ সালে চার্জশিট দাখিল করে। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close