চট্টগ্রাম ব্যুরো

  ১০ এপ্রিল, ২০১৯

শাহ আমানতে দুই দিনে ১৬ কোটি টাকার সোনার বার জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৯৬ পিস সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে চট্টগ্রাম শুল্ক বিভাগের কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই যাত্রীকে আটক করা হয়। এ নিয়ে পরপর দ্বিতীয় দিনে চট্টগ্রামের এ বিমানবন্দরে দুটি বড় সোনা আটকের ঘটনা ঘটল।

শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক বিভাগের উপকমিশনার নুর উদ্দিন মিলন জানান, সকাল ১০টা ৫ মিনিটে মাসকাট থেকে ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। আটক যাত্রী বিমানবন্দরে ভেতরে প্রবেশের পর গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এ সময় ১১ কেজি ২০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়।

শুল্ক বিভাগ জানিয়েছে, উদ্ধার করা সোনার দাম প্রায় ৬ কোটি টাকা। দিদারুল আলম নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানানো হয়। আটক দিদারুল আলমের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। গত সোমবার দুবাই ফেরত একটি ফ্লাইটের টয়লেটে তল্লাশি চালিয়ে ২২ কেজি ৪০০ গ্রাম স্বর্ণবার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা অধিদফতর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close