নিজস্ব প্রতিবেদক

  ২৩ ফেব্রুয়ারি, ২০১৯

‘ঝুঁকিপূর্ণ ওয়াহেদ ম্যানশন টিকিয়ে রাখা যাবে না’

রাজধানীর চকবাজারে অগ্নিকা-ের ঘটনায় ‘ওয়াহেদ ম্যানশন’ ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১ সদস্যের তদন্ত কমিটি জানিয়েছে, ‘ঝুঁকিপূর্ণ ভবনটি টিকিয়ে রাখা যাবে না’। গতকাল শুক্রবার সকালে ওই কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তারা ভবনটির একাধিক কক্ষ ঘুরে দেখেন। পরে তদন্ত কমিটির সদস্য বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা ভবনটি ঘুরে দেখেছি। ভবনের গ্রাউন্ড ফ্লোর এবং দ্বিতীয় তলায় বিম ও কলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। খুব সম্ভবত ভবনটি টিকিয়ে রাখা যাবে না। আমরা আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদনে জানাব।’

তদন্ত কমিটির অন্য সদস্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এস এম জুলফিকার রহমান বলেন, ‘১০ কাঠা জমির ওপরে ভবনটি হলেও এখানে ফায়ার ইক্যুইপমেন্ট ছিল না। তাছাড়া ভবনটির একটিমাত্র সিঁড়ি রয়েছে। যেটাও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনাযোগ্য।’ জুলফিকার রহমান আরো বলেন, ‘দ্বিতীয় তলায় লাইটারের গোডাউন ছিল। যার ফলে আগুনের বেগ আরো দ্রুত বৃদ্ধি পেয়েছিল, যা নিয়ন্ত্রণ অযোগ্য। তাছাড়া পুরো ভবনেই ছড়িয়ে-ছিটিয়ে কেমিক্যাল ছিল। এটা অস্বীকার করার কিছু নেই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close