নিজস্ব প্রতিবেদক

  ২০ জানুয়ারি, ২০১৯

অবসরপ্রাপ্ত জেলা জজ সংরক্ষিত নারী আসনের প্রার্থী

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রার্থী হচ্ছে সাবেক জেলা জজ রোকেয়া বেগম। ছাত্রজীবন থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সাবেক বিচারপতি হিসেবে তিনিই হচ্ছেন একমাত্র এমপি প্রার্থী, যিনি চাকরিজীবন শেষ করে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগে যোগ দেন। তিনি মহিলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের নীতিনির্ধারণী স্তরের এক নেতা বলেছেন, রোকেয়া বেগম অন্য অনেকের থেকে আলাদা ইমেজের অধিকারী। তিনি এমপি হিসেবে সংসদে ভালো ভূমিকা রাখতে পারবেন। তিনি সংসদের সংরক্ষিত আসনে যোগ্য প্রার্থী। রোকেয়া বেগম ইডেন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার স্বামী শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। রোকেয়া বেগমের বড় ভাই বজলুর রহমান বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, জাতির পিতার সহচর এবং বডিগার্ড ও প্রধানমন্ত্রীর সাবেক লিয়াজোঁ অফিসার ছিলেন। রোকেয়া বেগম বলেন, ‘আমার পরিবারে সবাই বঙ্গবন্ধু পরিবারের অনুগত এবং সেই আদর্শ বুকে লালন করেই আমৃত্যু কাজ করছি। ভবিষ্যতেও করে যেতে চাই। আমি সংরক্ষিত আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র নিয়েছি। দল আমাকে এমপি হিসেবে মনোনীত করলে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close