চট্টগ্রাম ব্যুরো

  ১৮ ডিসেম্বর, ২০১৮

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল ষড়যন্ত্র করছে : নাছির

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সুশীলসমাজের মুখোশধারী একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গত রোববার বিকেলে দুদিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। সিটি মেয়র বলেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য আরেকটি মুক্তিযুদ্ধ। এ মুক্তিযুদ্ধে আমরা যদি বিজয়ী না হই, তাহলে ৭১-এর মুক্তিযুদ্ধের বিজয় অর্থহীন হয়ে দাঁড়াবে। আমাদের বিজয়ে এ দেশের সব প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনে সংস্কৃতিকর্মীরা অগ্রবর্তী ভূমিকা পালন করেছিলেন। ৩০ ডিসেম্বর নির্বাচনী প্রাক-মুহূর্তে তারা সে ভূমিকা নিষ্ঠার সঙ্গে পালন করলে আমরা কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যাব।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ বছরের শাসনামলে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে উন্নয়নশীল দেশের একটি মডেল হিসেবে আন্তর্জাতিক বিশ্বে প্রতিস্থাপিত হয়েছে। যারা দেশকে তলাবিহীন ঝুড়ি অভিহিত করেছিল, সে দেশের সাবেক রাষ্ট্রপ্রধান বারেক ওবামা বাংলাদেশের উন্নয়নের পথযাত্রাকে অন্যান্য উন্নয়নগামী দেশকে অনুসরণ করার নির্দেশনা দিয়েছিলেন। প্রধান আলোচকের বক্তব্য দেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহা। স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদ্্যাপন পরিষদের সদস্য সচিব চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক। সভাপতির বক্তব্য দেন মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদ্্যাপন পরিষদের আহ্বায়ক, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এইচ এম সোহেল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close