বিশেষ প্রতিনিধি, রাজশাহী

  ১৮ নভেম্বর, ২০১৮

জনসেবায় রাসিকের জাতীয় পদক অর্জন

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশন ছয়টি বিভাগের মাধ্যমে নগরবাসীকে সেবা দিচ্ছে। এই ছয়টি বিভাগের মধ্যে সুনাম অর্জনকারী ও জাতীয়ভাবে পদক অর্জনকারী বিভাগ হচ্ছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের কর্মীরা, বিশেষ করে নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জনগণের দোর গোড়ায় সেবা দেন। যে কারণেই এই সিটি করপোরেশন সুনাম অর্জনের পাশাপাশি জাতীয়ভাবে পদক অর্জন করা সম্ভব হয়েছে।’ গতকাল শনিবার রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডায়াবেটিক কল্যাণ কেন্দ্রের ৩০ বছর পূর্তি ও বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে রাজশাহী ডায়াবেটিক কল্যাণ কেন্দ্র।

রাজশাহী মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের অবসরপ্রাপ্ত প্রভাষক ডা. ইমদাদুল হকের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ডায়াবেটিক কল্যাণ সমিতির সভাপতি প্রফেসর ডা. এ কে আজাদ খান, ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর লাইক আহম্মেদ খান, রাজশাহী মেডিকেল কলেজের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ইমতিয়াজ মাহবুব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান প্রমুখ বক্তব্য দেন। রাজশাহী ডায়াবেটিক কল্যাণ কেন্দ্রের সভাপতি ডা. এফ এম এ জাহিদের পরিচালনায় সেমিনারে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. সানাউল হক মিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান শিক্ষক ডা. তবিবুর রহমান শেখ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close