reporterঅনলাইন ডেস্ক
  ১৪ নভেম্বর, ২০১৮

বিআরটিএর অভিযান জরিমানা আদায়

বি আরটিএ’র ভ্রাম্যমান আদালত রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। এসব অভিযানে ১২৮টি মামলায় ২লাখ ৪৯ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মুনিবুর রহমান আসাদগেট এলাকায় ১৫টি মামলায় ২৮ হাজার টাকা , ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম গেন্ডারিয়া এলাকায় ১৭টি মামলায় ৪৫ হাজার টাকা,

ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম তেজগাঁও এলাকায় ৮টি মামলায় ৮ হাজার টাকা, ম্যাজিস্ট্রেট মো. এম. এম. শামিরুল ইসলাম মিরপুর এলাকায় ৯টি মামলায় ১৫ হাজার টাকা, ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুর রহিম সুজন মানিক নগর এলাকায় ১৯টি মামলায় ৩৭ হাজার টাকা,

ম্যাজিস্ট্রেট সারাহ সাদিয়া তাজনীন উত্তরা ও ফার্মগেট এলাকায় ১১টি মামলায় ২৩ হাজর টাকা,

ম্যাজিস্ট্রেট এ. এফ, এম ফিরোজ মাহমুদ উত্তরা বি আরটিএ অফিস এলাকায় ৫টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ ছাড়া ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক মীর চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর এলাকায় ১২টি মামলায় ৪১ হাজার টাকা, ম্যাজিস্ট্রেট এস, এম. মনজুরুল হক মহানগরীর বারেক বিল্ডিং এলাকায় ১০টি মামলায় ২৯ হাজার টাকা, ম্যাজিস্ট্রেট সোহেল রানা হক বোয়ালখালী এলাকায় ২২টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনয়নের নিমিত্ত বি আরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক মােটরযান অধ্যাদেশ, ১৯৮৩ ও অন্যান্য আইনের আওতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close