reporterঅনলাইন ডেস্ক
  ০৭ নভেম্বর, ২০১৮

ড্যাফোডিলে শুরু হচ্ছে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ

বিশ্বের ১৭০টি দেশের সঙ্গে বাংলাদেশেও শুরু হচ্ছে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ ২০১৮। আগামী ১২ নভেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ ২০১৮। অনুষ্ঠানের উদ্বোধন করবেন সরকারের এ টু আই প্রকল্পের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান।

গতকাল মঙ্গলবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালায় বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক আলোচনা সভা, সেমিনার, কর্মশালা, দেশের প্রতিভাবান তরুণদের মাঝে ব্যবসা প্রস্তাবনা প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্যোক্তা সম্মেলনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহের বিস্তারিত তুলে ধরেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য হামিদুল হক খান ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান, এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ শিবলী শাহরিয়ার প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close