চট্টগ্রাম ব্যুরো

  ১১ অক্টোবর, ২০১৮

তারেকের মৃত্যুদণ্ড না হওয়ায় সন্তুষ্ট নন মেয়র নাছির

২১ আগস্টের গ্রেনেড মামলার রায়ে ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমানের মৃত্যুদণ্ড না হওয়ায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। রায় ঘোষণার পর চট্টগ্রাম নগরীর দারুল ফজল মার্কেটের সামনে নগর আওয়ামী লীগের সভায় তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, জঙ্গি মুফতি হান্নানের জবানবন্দিতে উঠে এসেছে ইতিহাসের ঘৃণ্য, বর্বরোচিত এই গ্রেনেড হামলার ‘মাস্টারমাইন্ড’ ছিলেন তারেক রহমান। তার পরিকল্পনায়, রাষ্ট্রীয় সহযোগিতায় সেদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এ হামলা চালানো হয়েছিল। মানুষ আশা করেছিল তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি হবে। তার সর্বোচ্চ শাস্তি হলে ভবিষ্যতে আর কেউ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির সাহস করত না। তবে আপিলের মাধ্যমে তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন মেয়র। দ্রুত এ রায় বাস্তবায়নের দাবি জনান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close